Thursday, May 9, 2019

এন্টিবায়োটিকের মোড়কে একটি নির্দিষ্ট রঙ ব্যবহার করা হোক


স্কুল অব অ্যাওয়ারনেস এর পক্ষ থেকে আমরা এই দাবি জানাচ্ছি যে, দেশে উৎপাদিত সকল এন্টিবায়োটিকে যেন একটি বিশেষ রঙের তথা নির্দিষ্ট কালারের মোড়ক ব্যবহার করা হয়; সেটা হতে পারে লাল, হলুদ কিংবা অন্যকোনো রং।
এর কারণ হলো, আমরা সাধারণ মানুষজন প্রেসক্রিপশন দেখে বুঝতে পারি না কোনটা সাধারণ ওষুধ আর কোনটা এন্টিবায়োটিক। তাই ডাক্তারেরও কর্তব্য হবে এন্টিবায়োটিক ওষুধটির নাম যেন সেই নির্দিষ্ট রঙের হাইলাইটার দিয়ে মার্ক করে দেওয়া হয়।
সাধারণত দেখা যায়, সাধারণ জনগণ কোনোমতে সুস্থ হলেই এন্টিবায়োটিক এর কোর্স আর পূরণ করেন না। তাই আমরা এন্টিবায়োটিক এর কোর্স পূরণ করে সেবন করার বিষয়টি নিয়ে সমাজে গণসচেতনতা সৃষ্টি করবো। আর সেই সচেতনতা বাস্তবায়নে প্রয়োজন এন্টিবায়োটিক চেনার বিষয়টি সাধারণের কাছে সহজবোধ্য করা।
তাই আমরা দেশে উৎপাদিত সকল এন্টিবায়োটিকে একটি নির্দিষ্ট রঙের মোড়ক ব্যবহারের বিষয়টি বাস্তবায়নের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও ওষুধ প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।

Note: লেখাটি কপি পেস্ট করে প্রচার করুন। কেউ পারলে সরকারের উচ্চ মহলের কাছে বিষয়টি অবহিত করুন।

ভালো থাকুন | School of Awareness

No comments:

Post a Comment