দাড়ি কাটার পর ব্যবহৃত ব্লেডগুলো ডাস্টবিনে কিংবা রাস্তার পাশের ময়লার স্তুপে ফেলবেন না। এই ব্লেডগুলো কুকুর ও বিড়ালের মারাত্মক ক্ষতি করে থাকে। রাস্তার কুকুর বিড়ালরা ডাস্টবিনে ময়লার মধ্যে খাবার খোঁজার সময় তাদের মুখে ব্লেডগুলো আটকে যায়; এতে এই প্রাণীগুলোর প্রচণ্ড যন্ত্রণা ও রক্তপাত হয়। আর এতে তাদের যে ক্ষত ও ইনফেকশন হয় তাতে পরিবেশে অনেক রোগজীবাণু ছড়িয়ে পড়ে।
(সংগৃহীত ও সম্পাদিত)
ভালো থাকুন | School of Awareness
No comments:
Post a Comment